avertisements 2

কাতারের নিয়ম অমান্য করে প্রকাশ্যে চুমু খেলেন বেলজিয়ামের ফুটবলাররা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:২৮ এএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

বুধবার (২৩ নভেম্বর) ৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে আসা কানাডার বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বেলজিয়ামকে। তবে জয়ের মূল কৃতিত্ব দিতে হবে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। তিনি যদি ম্যাচের শুরুর দিকে কানাডার পেনাল্টিটি আটকাতে না পারতেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকমই হতে পারত।

বাতশুয়ায়ের গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সেই ম্যাচেই অদ্ভুত এক কাণ্ড করে বসেন জয়ের নায়ক কোর্তোয়া। যা কাতারের নিয়মানুসারে বড় ধরণের অপরাধ।

ম্যাচের নবম মিনিটে বক্সের ভেতর বেলজিয়ান মিডফিল্ডার কারাসকোর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আলফসনো ডেভিসের নেয়া স্পট কিক অসাধারণ দক্ষতায় আটকে দেন কোর্তোয়া।

রিয়ালে গোলরক্ষকের এই সেভই খেলার মোড় গুড়িয়ে দেয়। জয়ে বিশ্বকাপ শুরু করে বেলজিয়াম। ম্যাচশেষে নিজের আবেগ ধরে রাখতে না পেরে মাঠ থেকে কোর্তোয়া সোজা চলে যান বান্ধবী মিশেলের কাছে। প্রকাশ্যে প্রেমিকার ঠোঁটে এঁকে দেন চুম্বন।

শুধুই কি কোর্তোয়া। একই কাণ্ড করেন কেভিন ডি ব্রুইনা ও লিয়েন্ডার ডেন্ডনকারও। তাদের এমন কাণ্ড দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কাতারের মতো দেশে এত বিধি-নিষেধ থাকা সত্ত্বেও কোর্তোয়া,

ডি ব্রুইনাদের এই কাণ্ডে অবাক হওয়ার কথাই। কাতার প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জয়ের আনন্দ ভালোবাসার মধ্যে দিয়ে ভাগ করে নেন তিনি।

কাতার যেহেতু ইসলামিক রাষ্ট্র। তাই কাতারের আইনে এটা ‘অপরাধ’ বলেই বিবেচিত হওয়া স্বাভাবিক। যদিও বিষয়টি নিয়ে কাতার প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি। এখন দেখার অপেক্ষায় কাতার প্রশাসন এমন ঘটনার জন্য বেলজিয়ামের তিন ফুটবলারের জন্য কি শাস্তি নির্ধারণ করে?

বিষয়:

আরও পড়ুন

avertisements 2