avertisements 2

২০২২ সালে ইউরোপে শুধু গরমেই ১৫ হাজার মানুষের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৫:২৫ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

জলবায়ু পরিবর্তন কার্যত বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ইউরোপের দেশগুলিকে। বিশেষ করে কোথাও ব্যাপক ঝড়-বৃষ্টি, হিট ওয়েভের কারণে খরার সৃষ্টি হওয়া এবং দাবানলের মতো মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে। আর এমন অবস্থা গোটা বিশ্বকেই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেছেন, এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে ২০২২ সালে বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে। ইউরোপে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেন ও জার্মানি।

বিশেষজ্ঞদের মতে, আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এমনকি বিশ্ব উষ্ণায়ন ভয়াবহ আকার নেবে ইতিমধ্যে পূর্বাভাস বিজ্ঞানীদের। এমনকি সাবধান হওয়ার কথা বলেছেন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট রীতিমত চাঞ্চল্যকর বলে ব্যাখ্যা সাধারণ মানুষের।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2