নাসার স্যাটেলাইটে ধরা পড়লো সূর্যের ‘হাসি’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০০ পিএম, ১৬ জুলাই,
বুধবার,২০২৫

নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে সূর্যের হাস্যোজ্জ্বল ছবি। ছবিটি টুইটারে প্রকাশ করে নাসা বলেছে সূর্য হাসছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাসা লিখেছে, নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি সূর্যের ‘হাসি’র ছবি তুলেছে। ছবিতে সূর্যের বুকে একটি হাসির আকৃতি ফুটে উঠেছে।
ছবিটি প্রকাশের পর থেকে অনেকেই এই ছবিটিকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন, সূর্যকে একটি হ্যালোয়েন কুমড়ার মতো মনে হচ্ছে। আবার অনেকেই এটিকে সিংহের মুখের সাথে তুলনা করেছেন।
তবে সূর্যের এই বন্ধুত্বপূর্ণ চেহারা দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সূর্যের এই আকৃতির মানে শনিবার (২৯ অক্টোবর) পৃথিবীতে একটি সৌর ঝড় হতে পারে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
