avertisements 2

ভারতের উত্তরপ্রদেশে দুর্গাপূজার মণ্ডপে আগুন, ঝরল ৫ প্রাণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:১১ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

ভারতের উত্তরপ্রদেশে দুর্গাপূজার মণ্ডপে আগুন লেগে পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে দুজন নারী এবং তিনজনই শিশু। গুরুতর আহত আরো ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভদোহী জেলার অউরাই এলাকায়। সেখানে দুর্গাপূজার একটি মণ্ডপে রবিবার রাতে সপ্তমীর আরতি চলছিল। পূজা দেখতে জমায়েত হয়েছিলেন অনেকে।  পুলিশ বলছে, আরতি চলাকালীন ওই পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন অন্তত ১৫০ জন। রাত ৯টা নাগাদ সেখানে হঠাৎ করেই আগুন লেগে যায়।

এরপর মণ্ডপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হয় এক শিশুর (১২)। মণ্ডপের অগ্নিকাণ্ডের পর আরো দুই শিশু এবং দুই নারীর মৃত্যু হয়েছে। মণ্ডপে দর্শনার্থীদের অনেকে পুড়ে যাওয়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভদোহীর জেলাশাসক গৌরাঙ্গ রাঠি।  

চিকিৎসকরা বলেছেন, অনেকেরই শরীর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। একাধিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আগুন লাগার অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2