avertisements 2

সংসার রেখে প্রেমিকের সঙ্গে পলাতক পুত্রবধূ ফিরে, টাকা ও গয়না  লুট করে চম্পট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:২৪ পিএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

প্রতীকী ছবি

স্বামী সংসার ছেড়ে চার মাস আগে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া পুত্রবধূ হঠাৎ হাজির শ্বশুরবাড়িতে। সবাই অবাক হয়ে কারণ খুঁজতে থাকে। কিন্তু কারণ পাওয়ার আগেই তারা হারিয়েছেন নিজেদের নগদ টাকা ও অলঙ্কার। শাশুড়িকে বেহুশ করে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় যুগল।
এ ঘটনার পর স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হন ওই স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শিশুবাগান এলাকায়।

পরিবার সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত গোপালনগর থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম মুক্তি মালাকার সাহা। বছর চারেক আগে শিশুবাগান এলাকার বাসিন্দা শংকর সাহার সঙ্গে বিয়ে হয় তার। ওই দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে।

মাস চারেক আগে হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যান ওই বধূ। এরপর বিভিন্ন জায়গায় পরিবার মুক্তি সাহাকে খোঁজ করে। কিন্তু কোথাও তার হদিস পায়নি। এরপরই সোমবার (২৫ জুলাই) হঠাৎ করেই শ্বশুরবাড়ি হাজির হন তিনি। সঙ্গে ছিলেন এক যুবক। 
 
প্রতিবেশীদের দাবি, প্রেমিককে সঙ্গে নিয়ে এসেছিলেন মুক্তি। সেই সময় তার শ্বাশুড়ি বাড়িতে একাই ছিলেন। শাশুড়ির সঙ্গে কথা বলতে বলতে আচমকাই তাঁর মুখে রুমাল চেপে ধরেন। এরপর আর কিছু জানা নেই শংকরের মা মিনাদেবীর। ঘণ্টাখানেক বাদে দেখেন, বউমা ও সঙ্গে আসা যুবক কেউই ঘরে নেই। আলমারি ভাঙা, শোকেস খোলা, কোনও সোনার গয়নাও নেই ঘরে। এরপরই ছেলেদের ফোন করেন বৃদ্ধা।

ঘটনার পর মুক্তির স্বামী শংকর সাহা বনগাঁ থানায় অভিযোগ জানান। সেই সঙ্গে স্ত্রীর শাস্তির দাবি করেন। মীনাদেবীকে জিজ্ঞাসাবাদ করে মুক্তির প্রেমিকের সম্বন্ধে জানার চেষ্টা করেছেন। সেই সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2