প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরী করছে কলকাতা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৯ পিএম, ১৮ জুলাই,শুক্রবার,২০২৫

টানা বৃষ্টিতে পানি জমে রাস্তায়। কয়েক দিন পানির নিচে থাকলেই খারাপ হয়ে যায় রাস্তা। পিচের প্রলেপ উঠে যায়। ফলে বারবার মেরামত করার ঝামেলা পোহাতে হয়। এ ছাড়া মালবাহী গাড়ি চলাচলের ফলে স্বল্প সময়ে খারাপ হয়ে যায় রাস্তা। ঝামেলা কমাতে এবার রাস্তার পিচ তৈরিতে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মেশানোর ভাবনা কলকাতা পৌরসভার।
ইতোমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে কাজও শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বেহালার নেতাজি সুভাষ রোডের কিছু অংশ এই নতুন প্রযুক্তিতে করা হয়েছে। সামান্য বৃষ্টিতেও পানি জমে সেই রাস্তায়।
জমে থাকা পানির কারণে পিচের প্রলেপ উঠে ইট বেরিয়ে যায়। প্যাচওয়ার্ক করে সাময়িকভাবে সরিয়ে দিলেও বেশিদিন টেকে না সেসব। তাই এবার পিচের সঙ্গে প্লাস্টিক মেশানোর কথা চিন্তা করেছেন পৌরসভার সড়ক বিভাগের কর্মকর্তারা। তাদের দাবি, এতে রাস্তা আরো মজবুত হবে। তা ছাড়া পানি জমলেও রাস্তার তেমন ক্ষতি হবে না।
সাধারণত রাস্তা তৈরি করতে যে হটমিক্স বানাতে হয়, তাতে বিটুমিনের সঙ্গে পাথরের গুঁড়া, বালি ইত্যাদি মেশানো হয়। নতুন প্রযুক্তিতে বিটুমিনের পরিমাণ সামান্য কমিয়ে তার বদলে মেশানো হচ্ছে প্লাস্টিকের গুঁড়া।
এতে রাস্তা বানানোর খরচও প্রায় ১০-২০ শতাংশ কমবে বলে আশা করছেন কর্মকর্তারা। কলকাতা পৌরসভার সড়ক বিভাগের মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের দাবি, আপাতত ছোট পরিসরে এই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। বর্ষার পর বোঝা যাবে, তা কার্যকর হচ্ছে কি না। সব ঠিক থাকলে আগামীতে শহরের যেসব রাস্তায় অল্প বৃষ্টি হলেই পানি জমে, সেখানে এই পদ্ধতিতে রাস্তা তৈরি করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
