avertisements 2

বিয়ের দেড় মাস পর স্বামী জানলেন স্ত্রী ‘৪ মাসের অন্তঃসত্ত্বা’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪৯ পিএম, ১০ মার্চ,রবিবার,২০২৪

Text

ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নববধূর শ্বশুর ও স্বামী। শুক্রবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি পেটে ব্যথার কথা জানানোর পর ওই নববধূকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর সনোগ্রাফি করা হলে তার গর্ভাবস্থা প্রকাশ্যে আসে।  

কিন্তু এতেই বাধে বিপত্তি। বিয়ের দেড় মাসের মাথায় কীভাবে চার মাসের অন্তঃসত্ত্বা হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওই নববধূকে বাড়িতে নিতে অস্বীকৃতি জানায় তার শ্বশুরবাড়ির লোকজন। 

পরে তার স্বামী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন, গ্রামের এক আত্মীয়ের মাধ্যমে দেড় মাস আগে পাশের জেলার এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু ঠিকমতো থিতু হওয়ার আগেই প্রতারণার শিকার হয়েছেন তিনি।  

গর্ভাবস্থা সম্পর্কে জেনেও সত্য গোপন করা হয়েছিল উল্লেখ করে ওই নববধূ ছাড়াও তার বাবা-মায়ের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার কোলহুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক সিং।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2