avertisements 2

ইউক্রেন প্রতিদিন ১০০ সৈন্য হারাচ্ছে: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের রোজ ৬০ থেকে ১০০ জন ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে। এ ছাড়া আহত হচ্ছে প্রায় ৫০০ সেনা। বুধবার (১ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বার্তা সংস্থা এএফপির।

সাক্ষাৎকারে একজন দোভাষীর মাধ্যমে নিউজম্যাক্সকে তিনি বলেন, পূর্বের পরিস্থিতি খুব কঠিন। আমরা রোজ ৬০ থেকে ১০০ জন সৈন্য হারাচ্ছি। আহত হচ্ছেন প্রায় ৫০০ সৈন্য।

ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তিনি বলেন, পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চাইছে ইউক্রেন। তাই আমরা বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছি। রাশিয়ান বাহিনী তীব্র কামান এবং বিমান হামলার পর সেভেরোডোনেটস্ক শহরের নিয়ন্ত্রণ দখলের কাছাকাছি রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

তিনি আরও বলেন, পূর্ব ইউক্রেনে আমরা আমাদের প্রতিরোধ ধরে রাখার চেষ্টা করছি। তবে এ যুদ্ধে রুশ বাহিনীও যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2