avertisements 2

‘ইউক্রেনে সহায়তার আগে, যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়ানো’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ১২:১৩ এএম, ১৫ মে, বুধবার,২০২৪

Text

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় এবার জো বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইউক্রেনে সহায়তা পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়াতে তহবিল গঠন করায় গুরুত্ব দেওয়া। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টনে একটি বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্দুক গ্রুপ জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিলিয়ন ডলার পাঠাতে পারে, তাহলে নিজ দেশে শিশুদের নিরাপদে রাখতে আমাদের যে কোনো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু সেখান থেকে কিছুই পাইনি। বিশ্বের অন্যান্য দেশে জাতি গঠনের পূর্বে আমাদের উচিত দেশে শিশুদের জন্য নিরাপদ স্কুল নিশ্চিত করা।’

চলতি মাসের শুরুর দিকে, ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। সবমিলিয়ে গত ফেব্রুয়ারিতে কিয়েভে মস্কোর অভিযানের পর থেকে এখন পর্যন্ত পূর্ব ইউরোপের দেশটিতে ৫৪ বিলিয়ন ডলার সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2