বিবাহিত জীবনে ইতি, ২০ বছরের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন সাত সন্তানের মা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

এ যেন ‘আজব প্রেম কি গজব কহানি’! দীর্ঘ সাড়ে তিন দশকের বিবাহিত জীবনে ছেদ টেনে বছর কুড়ির প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন বছর পঞ্চাশের এক মহিলা। তিনি সাত সন্তানের মা-ও। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুরে। পালানোর সময় ওই মহিলা স্বামীর ফসল বিক্রির সমস্ত টাকাও নিয়ে গিয়েছেন বলে অভিযোগ।
সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার সতাই থানা এলাকার চান্দেরনপুরওয়া এলাকার বাসিন্দা, হরিমোহন সেন নামে বছর পঞ্চান্নর এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী সঞ্জু সেন তাঁরই ফার্মের বছর কুড়ির যুবক মহেশ সেনের সঙ্গে পালিয়ে গিয়েছেন। তিনি পুলিশকে এ-ও জানিয়েছেন, তাঁদের সাত সন্তান রয়েছে। এর মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিনি পুলিশকে বলেছেন, এখন তাঁর সন্তানরা কাঁদতে কাঁদতে দরজায় দরজায় মায়ের খোঁজে ঘুরছে।
পুলিশ যাতে তাঁর স্ত্রীকে খুঁজে দেয় এই আবেদন করেছেন হরিমোহন। পাশাপাশি অভিযুক্ত মহেশকে গ্রেফতারের আবেদনও করেছেন তিনি। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এ নিয়ে আইনি পদক্ষেপ করা হবে।