৯৬ বছরে পা রাখলেন রানি এলিজাবেথ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৬ জুলাই,
বুধবার,২০২৫

পছন্দের ঘোড়ার সঙ্গে কুইন এলিজাবেথ
যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার পুরো নাম এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি উইন্ডসর। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্ম গ্রহণ করেন। সেই হিসেবে তার বয়স এখন ৯৬ বছর। সিংহাসনের অধিকার পাওয়ার পর ৭০ বছর পার করেছেন তিনি। তিনিই প্রথম এত সময় সিংহাসনে থাকা কোনো রানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সানদ্রিংহ্যাম প্রাসাদে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করবেন তিনি। একটি রাজকীয় হেলিকপ্টারে করে তাকে নর্থফোক রাজ্যের ওই প্রাসাদে নিয়ে যাওয়া হবে। যেখানে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।
রানির ৯৬তম জন্মদিন উপলক্ষে রাজ পরিবারের পক্ষ থেকে তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উইন্ডসোর প্রাসাদে তিনি দুইটি ঘোড়ার সঙ্গে দাঁড়িয়ে আছেন। শৈশব থেকেই রানির পছন্দের তালিকায় ঘোড়া শীর্ষ স্থানে রয়েছে।
ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ হলেন দ্বিতীয় ব্যক্তি। ১৯৪৭ সালের ২০ নভেম্বর যুবরাজ ফিলিপের সঙ্গে বিয়ে হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
