চরম সংকটে শ্রীলঙ্কা, হুহু করে বাড়ছে পেট্রোলের দাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৩৪ এএম, ১৬ জানুয়ারী,শুক্রবার,২০২৬
চরম আর্থিক সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। জিনিসপত্রের দাম হুহু করে বেড়েছে। ডলার সংকটে কমে গেছে দেশটির আমদানি। জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এরইমধ্যে দেশটির বড় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পেট্রোলের দাম ২০ শতাংশ বাড়িয়েছে। এমনকি কয়েক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বৃদ্ধি।কোম্পানিটি
শ্রীলঙ্কার বাজারের এক তৃতীয়াংশ জ্বালানি সরবরাহ করে। শনিবার তারা জানায়, ২৫৪ রুপি থেকে বাড়িয়ে এক লিটার পেট্রোলের দাম ৩০৩ রুপি করা হয়েছে। এর দুই সপ্তাহ আগে কোম্পানিটি পেট্রোলের দাম বাড়ায় ২৫ শতাংশ। হুহু করে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খাদ্যসহ জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে। খবর এএফপিরলঙ্কা
আইওসি জানায়, মার্কিন ডলারসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে শ্রীলঙ্কান মুদ্রার ৩০ শতাংশ অবমূল্যায়ন হওয়ায় জ্বালানির দাম বেড়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্র নিয়ন্ত্রিত সিলন পেট্রোলিয়াম করপোরেশন তাৎক্ষণিকভাবে দাম না বাড়ালেও নাম প্রকাশে অনিচ্ছিুক প্রতিনিধিরা জানিয়েছেন, একই পথে হাঁটবে এটিও।১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে
স্বাধীনতা লাভের পর এই প্রথম তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এরইমধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তলানিতে গিয়ে ঠেকেছে। দ্বীপ রাষ্ট্রটির বাণিজ্যিক ব্যাংকগুলো খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে ডলার সরবরাহ করতে পারছে না। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অন্তত চারজন
নিহত হয়েছেন।এর আগে তেল-গ্যাসের হঠাৎ মূল্যবৃদ্ধি ও বিতরণ ব্যবস্থায় সৃষ্ট অরাজকতা মোকাবিলায় সেনা নামানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কা। মঙ্গলবার (২২ মার্চ) দেশটির শত শত গ্যাস স্টেশন ও পেট্রোল পাম্পে সেনা মোতায়েনের নির্দেশ দেয় দেশটির সরকার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





