রাশিয়ার নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দিবে না লিথুয়ানিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৯ পিএম, ১৬ জুলাই,
বুধবার,২০২৫

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুয়ানিয়া। দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এলআরটি নিউজ।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন: এই সপ্তাহের শুরুতে, লিথুয়ানিয়া সরকার বাংলাদেশে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিনের ৪৪৪,৬০০ ডোজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে আনা নিন্দা প্রস্তাবে ভোট দানে বিরত থাকায় সে সিদ্ধান্ত থেকে সরে যায় লিথুয়ানিয়া সরকার। ওই প্রস্তাবে অবিলম্বে রাশিয়ার আগ্রাসন বন্ধ এবং সৈন্য প্রত্যাহারের কথা বলা ছিলো।
এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রতিবাদে বুধবার (২ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। তারা সবাই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে, বিপক্ষে কোনোটাই নয়) ভোট দিয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
