ফিলিস্তিনি শিশুদের রাতে গ্রেপ্তারে নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:১১ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

ইসরায়েলের শীর্ষ আদালত রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিমকোর্ট। এমন খবর প্রকাশ করেছে আরব নিউজ।
জানা যায়, ইহুদিবাদী দেশটির শীর্ষ আদালতে পূর্ব জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ‘হ্যামোকড’-এর রিট পিটিশনে ওই নির্দেশনা দেওয়া হয়। রায়ে শিশুদের হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে ধরে নেওয়ার ব্যাপারেও ইসরায়েলি সেনাদের সতর্ক করে আদালত।
হ্যামোকডের মতে, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ৩৪ জন ফিলিস্তিনি নাবালককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মাত্র ছয়জনকে।
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মতে, ইসরায়েলি কারাগারে প্রায় ১৮০ জন নাবালক বন্দি রয়েছে।
হ্যামোকড বলছে, ইসরাইলি মিলিটারি বাহিনী ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ২০২১ সালে ১ হাজারের মত গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৭৩ জন রয়েছে যাদের বয়স ১৪ বছরের নিচে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
