পুতিনের প্রশংসা করলেন বাশার আল আসাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:১৭ এএম, ১৭ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ইতিবাচকভাবে চিহ্নিত করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শুক্রবার তিনি ফোনে পুতিনের সাথে এ বিষয়ে কথা বলেন। এ সময় ইউক্রেনে আগ্রাসনকে ‘কারেকশন অব হিস্ট্রি’ বা ইতিহাসের সংশোধন বলে অভিহিত করেন বাশার আল আসাদ।
সিরিয়া প্রেসিডেন্সি থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ফোনালাপের সময় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নীতির নিন্দা জানান আসাদ। বাশার মনে করেন, তাদের কারণেই মধ্যপ্রাচ্য পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
