পুতিনের প্রশংসা করলেন বাশার আল আসাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:০৮ পিএম, ১৬ জানুয়ারী,শুক্রবার,২০২৬
ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ইতিবাচকভাবে চিহ্নিত করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শুক্রবার তিনি ফোনে পুতিনের সাথে এ বিষয়ে কথা বলেন। এ সময় ইউক্রেনে আগ্রাসনকে ‘কারেকশন অব হিস্ট্রি’ বা ইতিহাসের সংশোধন বলে অভিহিত করেন বাশার আল আসাদ।
সিরিয়া প্রেসিডেন্সি থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ফোনালাপের সময় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নীতির নিন্দা জানান আসাদ। বাশার মনে করেন, তাদের কারণেই মধ্যপ্রাচ্য পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





