প্রেমিকাকে সুটকেসে করে হোস্টেলে প্রেবেশের সময় ধরা পড়লেন ছাত্র
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩৪ পিএম, ৫ মে,সোমবার,২০২৫

ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটকে এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তার প্রেমিকাকে সুটকেসে ঢুকিয়ে হোস্টেলে প্রবেশ করার সময় কেয়ারটেকারের কাছে হাতেনাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একজন ছাত্র ওই প্রেমিকজুটির পুরো পরিকল্পনাটি উন্মোচন হতে দেখেছেন।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ট্রলি ব্যাগটি দেখার পর কেয়ারটেকারের সন্দেহ হয়। তিনি ওই ছাত্রকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এত বড় এবং ভারী লাগেজ বহন করছেন? উত্তর দিতে গিয়ে ওই ছাত্র তোতলান এবং বলেন, এটার মধ্যে তার অনলাইনে অর্ডার করা পণ্য রয়েছে। এটি শুনে কেয়ারটেকারের সন্দেহ আরও বেড়ে যায়। তিনি ট্রলি ব্যাগটি খুলে দেখতে চান।
ওই ছাত্র কেয়ারটেকারকে থামাতে চেষ্টা করেন এবং বলেন, মালামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেয়ারটেকারও নাছোড়বান্দা। যখন ট্রলি ব্যাগটি খোলা হলো, তখন ব্যাগের ভেতর এক মেয়েকে গুটিসুটি অবস্থায় পাওয়া যায়। সে-ও ওই কলেজের ছাত্রী।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, কলেজ কর্তৃপক্ষ ছেলে-মেয়ে দুজনকেই বরখাস্ত করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
