প্রেমিকার মাকে কিডনি দান, মাস যেতেই ধোঁকা খেলেন যুবক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১৫ পিএম, ৪ মে,রবিবার,২০২৫

অন্ধ প্রেম মানুষকে সঠিক বা বেঠিক এই সব ভাবনা থেকে দূরে সরিয়ে রাখে। ওই জুটিটি বা প্রেমিক বা প্রেমিকরা কল্পনার জগতে ভেসে যায়। তাদের মধ্যে বাস্তব দুনিয়া এবং কল্পনা দুনিয়ার মধ্যে কোন পার্থক্য থাকে না। তখন মনে হয় সেই প্রেমিক বা প্রেমিকার বা সেই জুটিটির তারা সিনেমা জগতে বসবাস করছে। নিজের মানুষটার জন্য তারা কি করবে ভেবে পাইনা।
তখন যদি প্রেমিক বা প্রেমিকারা আকাশের চাঁদটাও চায়। তাহলেও সেটা দিতে ইচ্ছে করে। তবে অন্ধ প্রেম অনেক সময় মানুষের অনেক বড় ক্ষতি করে দেয়। যা সারা জীবন সেই মানুষটাকে ক্ষত করে দেয়। এরমি ঘটনা ঘটেছে উজেল মার্টিনেজেরের সাথে। তিনি তার প্রেমিকার প্রেমে এতটাই অন্ধ ছিলেন, তার প্রেমিকার মাকে একটা কিডনি দান করে বসেন। তারপর প্রেমিকা যেটা করলো তাতে হয়তো এই ভালোবাসা নামক শব্দটি উজেলের জীবনে অভিশাপ হয়ে ওঠে।
উজেল হলেন মেক্সিকোর বাসিন্দা। তিনি পেশায় একজন শিক্ষক। তাঁর সাথে এক তরুণীর কিছুদিন প্রেমের সম্পর্কে গড়ে উঠে। উজেল তাঁর প্রেমে পাগল ছিল। প্রেম ভালোই চলছিল। একদিন উজেলকে তাঁর প্রেমিকা জানায়, তার মা খুবই অসুস্থ। একটা কিডনির প্রয়োজন। উজেল আগে পিছে না ভেবে নিজের শরীরের ওই মূল্যবান অঙ্গটি প্রেমিকার মাকে দিয়ে দেয়।
তারপর থেকে প্রেমিকার ব্যবহার আসতে আসতে পাল্টে যেতে শুরু করে। ওই তরুণী উজেলের সাথে ঠিকমতো কথা বলা বন্ধ করে দেয়। তাঁকে ইগনোর করতে শুরু করে। ঠিক ১ মাসের ওই তরুণী উজেলের সাথে সব সম্পর্ক ভেঙে দেয়। এরপর সে অন্য আরেকজনের সাথে বিয়ে করে নেয়। উজেল নিজের জীবন কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে জানান। মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নেটদুনিয়া ওই তরুণীকে নিয়ে কটূক্তি যেমন করছেন তেমনি উজেলের জন্য সমবেদনাও জানিয়েছেন। তবে সবকিছু উজেলের পক্ষে ভোলা সহজ নয় তা বলাই বাহুল্য।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
