মুসলিম নারীদের নিলামে তোলা 'সুল্লি ডিলস' মাস্টারমাইন্ড গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩১ পিএম, ১৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
ছবি সংগৃহীত
মুসলিম নারীদের ছবি অ্যাপে আপলোড করে তাদের নিলামে তোলা আরও এক মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। এর আগে ‘বুল্লি বাই’ নামের অ্যাপের নির্মাতাকে গ্রেফতার করা হয়। এবার যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ‘সুল্লি ডিলস’ নামের একটি অ্যাপের মূল হোতা। খবর এনডিটিভির।
অবশ্য বুল্লি বাইয়ের আগেই 'সুল্লি ডিলস' নামক একটি অ্যাপ বিতর্কের সৃষ্টি করেছিল ভারতজুড়ে। তবে সেই অ্যাপের নির্মাতা এত দিন ছিলেন অধরা। সেই অ্যাপেও মুসলিম মেয়েদের ছবি আপলোড করে নিলামের বিজ্ঞাপন দেওয়া হতো। সেই সুল্লি ডিলস অ্যাপের নির্মাতা এবার গ্রেফতার হলেন মধ্য প্রদেশের ইন্দোর থেকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এই গ্রেফতার করে। আটককৃতের নাম ওমকারেশ্বর ঠাকুর।
জানা গেছে, আটক ওমকারেশ্বরের বয়স ২৫। টুইটারে তিনি ট্রাড নামের একটি গ্রুপের সদস্য। এই গ্রুপের মূল উদ্দেশ্য মুসলিম নারীদের অপমানিত করা। ২০২০ সালে একটি টুইটার আইডি ব্যবহার করে সেই গ্রুপে যোগ দেন ওমকারেশ্বর। এরপর গিটহাবে তিনি 'সুল্লি ডিলস' নামের অ্যাপটি ডেভেলপ করেন। এরপর সুল্লি ডিলস নিয়ে বিতর্ক শুরু হলে ওমকারেশ্বর তার সব সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্ট মুছে ফেলেন। আরো তথ্য জানতে ওমকারেশ্বরকে জেরা করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





