চীনে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ এএম, ১৮ জানুয়ারী,রবিবার,২০২৬
বশে আনার পর গত এক সপ্তাহে চীনে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বছরের শেষদিন শুক্রবার বা ৩১শে ডিসেম্বর একদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৭৫ জন। ন্যাশনাল হেলথ কমিশন এ কথা জানিয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে সেখানে নতুন করে স্থানীয় পর্যায়ে লক্ষণযুক্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১১৫১।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্প ও প্রযুক্তির প্রাণকেন্দ্র বলে পরিচিত ‘সিয়ান’ শহরে দেখা দিয়েছে বেশির ভাগ সংক্রমণ। এই শহরটিতে বসবাস করেন এক কোটি ৩০ লাখ মানুষ। আজ শনিবার থেকে ওই শহরটিকে ১০ দিনের জন্য লকডাউনে রাখা হচ্ছে। ৯ই ডিসেম্বর থেকে সেখানে এ পর্যন্ত স্থানীয় পর্যায়ে অর্থাৎ কমিউনিটি সংক্রমণ হয়েছে কমপক্ষে ১৪৫১ জনের।
২০২১ সালে চীনের একটি একক শহরে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রাষ্ট্রীয় প্রকাশনা চায়না ডেইলি বলেছে, শানসি প্রদেশের রাজধানী এখনও সংক্রমণ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার বিরুদ্ধে কড়া লড়াই চালিয়ে যাচ্ছে। প্রদেশটির কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) কমিটির সেক্রেটারি লিউ গুওঝোং বলেছেন, সামনের দিনগুলোতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





