avertisements 2

লকডাউন ছাড়া কোনো উপায় ছিল না: মার্ক রুট্টে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:১০ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

বড়দিনের আগে নেদারল্যান্ডসে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। আতঙ্ক ছড়াচ্ছে নতুন ধরন অমিক্রন নিয়ে। তাই উৎসব ঘিরে জনসমাগম ঠেকাতে কঠোর লকডাউন ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বিবিসি বলছে, স্থানীয় সময় রোববার থেকেই নেদারল্যান্ডসে কঠোর লকডাউন চালু হবে। এর আগে শনিবার লকডাউনের ঘোষণা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে বলেন, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের।

দেশটিতে নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্যান্য পণ্যের দোকান, পানশালা, ব্যায়ামাগার, সেলুন এবং অন্যান্য জনসমাগমের জায়গাগুলো ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বাড়িতে দুজনের বেশি অতিথিকে নিমন্ত্রণ জানানো যাবে না। তবে বড়দিন উপলক্ষে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত এবং নতুন বছরের আয়োজনে একসঙ্গে সর্বোচ্চ চারজন অতিথি নেওয়া যাবে।

পাশাপাশি ৯ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অন্যান্য বিধিনিষেধ কার্যকর থাকবে ১৪ জানুয়ারি পর্যন্ত। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি অনেক কষ্ট নিয়ে এখানে এসে কথা বলছি। অনেকেই আমার অনুভূতি বুঝতে পারছেন। আজ অনেকটা একই অনুভূতি আপনাদেরও। এক কথায় বলতে গেলে, রোববার থেকে নেদারল্যান্ডস আবারও লকডাউনে ফিরতে বাধ্য হচ্ছে।

মহামারির শুরু থেকে দেশটিতে ২৯ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২০ হাজারের বেশি। এরমধ্যে বর্তমানে দেশটিতে অমিক্রন দ্রুত ছড়াতে শুরু করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2