ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রনের রোগী, আক্রান্ত ১০১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:২৬ পিএম, ৪ মে,রবিবার,২০২৫

ভারতে এখন পর্যন্ত ১০১ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সব মিলিয়ে ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে মহারাষ্ট্রে। ১০১ জনের মধ্যে এ রাজ্যটিতেই রয়েছে ৪০ জন। এছাড়া আরও ১৯ জেলাকে রাখা হয়েছে উচ্চ ঝুঁকির তালিকায়। সংক্রমণ ব্যাপক হারে ছড়ানোর ব্যাপারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকে আবারও কড়াকড়ি জারি করেছে ভারত সরকার। জনগণকে বড় ধরনের জমায়েত ও ভিড় পরিহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ১ ডিসেম্বর থেকে বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
