সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০২:২২ পিএম, ৮ নভেম্বর,শনিবার,২০২৫
ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। তাবলিগ জামাতকে ‘সন্ত্রাসবাদের অন্যতম দরজা’ বলে আখ্যা দিয়েছে দেশটি। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।
দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।
তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক। ১৯২৬ সালে দাওয়া নামের এ সংগঠনটির গঠিত হয়।
প্রসঙ্গত, তবলিগ জামাত ও দাওয়া দু’টিই সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে, সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুই পক্ষই ইসলামের অনুশীলন আরও বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই দলের মধ্যে সংঘাত রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান: রাজনাথ সিং
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০





