সৌদি আরবে শূন্য ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৪৭ পিএম, ৭ নভেম্বর,শুক্রবার,২০২৫
অন্যান্যবারের চেয়ে এবার আরও বেশি শীতল মৌসুমের মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরব। মঙ্গলবার থেকে দেশটিতে ঠাণ্ডা মৌসুম শুরু হয়েছে। এই মৌসুমে দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা অনেকটাই কমে আসবে। এই সময়ে তীব্র ঠাণ্ডা পড়বে এবং ঘন ঘন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নামতে পারে শূন্য ডিগ্রিতে। খবর সৌদি গেজেটের
আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানের গবেষক এবং বিশিষ্ট জলবায়ু পরিস্থিতির নামকরণের জন্য সৌদি কমিটির সদস্য আবদুল আজিজ আল-হুসাইনি বলেন, ৩৯ দিনের সময়কাল, যা আল-মুরাবানিয়াহ নামে পরিচিত, এই বছর ৭ ডিসেম্বর (মঙ্গলবার) শুরু হয়েছে। এটি শীত মৌসুমের প্রকৃত শুরুর তারিখ।
আল-হুসাইনির মতে, সৌদি আরব এবং উত্তর গোলার্ধে শীত বা শীতকালীন অয়নকালের প্রকৃত সূচনা হবে ২১ ডিসেম্বর মঙ্গলবার। এটি উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত।
তিনি বলেন যে, তিনটি নক্ষত্র আল-মুরাবানিয়ায় বিস্তৃত, প্রতিটিতে ১৩দিন, মোট ৩৯দিন এবং এই সময়কাল গম চাষের জন্য উপযুক্ত। এরপর দিন বাড়তে শুরু করে।
আল-মুরাবানিয়াহ হলো তীব্র ঠাণ্ডার সময়কাল, যা ৩৯ দিন স্থায়ী হয় এবং এর সময়কাল ২২ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত বিস্তৃত। এই সময়ে ঘন ঘন তুষারপাতের সম্ভাবনাসহ তীব্র ঠাণ্ডা পড়তে পারে। দিনের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় এই সময়ের মধ্যে আবহাওয়া সবচেয়ে ঠাণ্ডা থাকে।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছে যে সৌদি আরবে তীব্র শীত পড়তে পারে এবং তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে পৌঁছে যাবে। কেন্দ্রের মুখপাত্র হুসেন আল-কাহতানি দেশটিতে এমন তীব্র ঠাণ্ডার সম্ভাবনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান: রাজনাথ সিং
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০





