ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:০৯ পিএম, ১৮ জুলাই,শুক্রবার,২০২৫

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ভারতের দিকে ধেয়ে আসছে। আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে দেশটির অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।
এক ঘোষণায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি বঙ্গোপোসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থান করছে। সেখান থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি উত্তর-পশ্চিমাঞ্চলে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী এরই মধ্যে মাছ ধরতে সাগরে গেছেন, তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
