avertisements 2

সু চির প্রধান সহযোগী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৪৬ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

মিয়ানমারের স্টেট কাউন্সিল অং সান সু চির অন্যতম সহযোগী উইন হাতেইনকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, উইন হেটেন বৃহস্পতিবার বিকেলে নেপিডো থেকে ইয়াঙ্গুনে যান। সেখানে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনএলডির মুখপাত্র কি টোয়ে বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ এ নেতাকে নেপিডোতে পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে।’

৭৯ বছরের উইন হেটেন এর আগে দীর্ঘকাল রাজবন্দী ছিলেন। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময়ে আটক করা হয়। আন্তর্জাতিক ও মিয়ানমারের গণমাধ্যমে সু চি কী ভাবছেন সেটি জানার চেষ্টা করা হয় এ নেতার মাধ্যমে।

সেনা অভ্যুত্থানের পর স্থানীয় সংবাদমাধ্যমকে উইন হেটেন বলেন, ‘সেনাবাহিনী আমাদের সরকারকে ধ্বংস করে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে। দেশের প্রত্যেককে যতটা সম্ভব প্রতিবাদ জানাতে হবে।’

সোমবার ভোরে এক সামরিক অভ্যুত্থানে আটক করা হয় নির্বাচনে জেতা গণতন্ত্রপন্থী নেত্রী সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির শীর্ষ নেতাদের। একদিন পর আটক করা হয় পার্লামেন্টের প্রায় ৪০০ আইনপ্রণেতাকে। নেপিডোতে সরকারি একটি হাউজিং কমপ্লেক্সে উন্মুক্ত বন্দীশালায় তাদের রাখা হয়েছে।

নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে এ অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং। সোমবার নির্বাচিত সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন হওয়ার কথা ছিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2