ফের করোনা সংক্রমণ, চীনে আবারো ফিরল লকডাউন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৭ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:২২ এএম, ২৯ আগস্ট,শুক্রবার,২০২৫

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে এক কোটি ১০ লাখ মানুষের বসবাসের একটি শহর লকডাউনের আওতায় আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের হুবেই প্রদেশের শিজিয়াঝুয়াং-এ ১১৭ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।
এছাড়া পার্শ্ববর্তী জিংটাই শহরে নয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ওই শহরও লকডাউন করে দেওয়া হয়েছে। শিজিয়াঝুয়াংয়ের বাসিন্দাদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। সেখানকার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বাস, ট্রেন বন্ধ করে দিয়ে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুনভাবে আক্রান্তদের মধ্যে ৬৭ জনের কোনো উপসর্গ দেখা যায়নি। গত বুধবার শিজিয়াঝুয়াংয়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এদিকে গত বুধবার চীনে মোট ১২৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত বছরের অক্টোবরের পর এটা সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।
গতকাল বৃহস্পতিবার শিজিয়াঝুয়াংয়ে ৬৬ জন করোনা রোগী পাওয়া যায়। হুবেই প্রদেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সেখানকার দুই শহর লকডাউন করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। তারপর দ্রুত সেই প্রাণঘাতী ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।