avertisements 2

জেফ বেজসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৮ পিএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৫৫ পিএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

Text

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন টেসলা ও স্পেসএক্স’র মালিক এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি (১৮৫ বিলিয়ন) ডলার। গত বছরের শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসকে পেছনে ফেলে এই স্থান দখল করলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো এখবর জানিয়েছে।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া মাস্কের সম্পদ বেড়েছে ১৬০ বিলিয়ন ডলার। টেসলার ইলেক্ট্রিক কারের চাহিদাই এই সম্পদ বৃদ্ধির বড় কারণ। ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন জেফ বেজস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

মাত্র দেড় বছর আগে টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানে পড়তে হয়েছিল। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে মাস্কের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু গত বছর টেসলার শেয়ারের দাম বেড়ে যায় ৯ গুণ। ধীরে ধীরে আর্থিকভাবে শক্তি অর্জন করে টেসলা। ২০২০ সালের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার এবং তিনি শীর্ষ ৫০ জন তালিকায় স্থান পেয়েছিলেন।

জুলাই মাসে ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের সপ্তম শীর্ষ ধনী হন মাস্ক। এরপর তিনি বিল গেটসকে ছাড়িয়ে হয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। গত বছর তিনি যে সম্পদ অর্জন করেছেন তা মাইক্রোসফটের মালিকের ১৩ হাজার ২০০ কোটি ডলারের সম্পদের চেয়ে বেশি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2