হাসপাতালে অক্সিজেন স্বল্পতা, আইসিইউতে থাকা সকল করোনা রোগীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৭ এএম, ৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৪৭ এএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬
মিশরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে আইসিইউ ইউনিটের ভর্তি সকল করোনা রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির আশ শার্কিয়া প্রদেশের এল হুসেনিয়া সেন্ট্রাল হাসপাতালে। সেখানে ভর্তি এক রোগীর আত্মীয় ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, আইসিইউতে চারজন করোনা রোগী ছিলেন। করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা ছিল না হাসপাতালটিতে। আর এই অক্সিজেন সংকটের কারণে ঐ রোগীদের মৃত্যু হয়। এ বিষয়ে মিশরের স্বাস্থ্য মন্ত্রী হালা জায়েদ বলেছেন যে ঐ সব করোনা রোগী অক্সিজেনের অভাবে মারা যাননি। মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। হুসেইনিয়া সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডক্টর মুহাম্মদ সামি আল-নাজ্জার দাবি করেছেন যে, অক্সিজেনের কোনো স্বল্পতা ছিল না। বার্ধক্যজনিত কারণ এবং অন্যান্য রোগে ঐ সব রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের ওই মর্মান্তিক ঘটনা ক্যামেরাবন্দি করেছেন ফাতেমা আল-সায়েদ মোহাম্মদ ইব্রাহিম নামের ৬৬ বছর বয়সী একজন ভুক্তভোগীর স্বজন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে যে, আইসিইউতে চারজন করোনা রোগীর মৃত্যুর মর্মান্তিক দৃশ্য ক্যামেরাবন্দী করায় একজনকে গ্রেফতার করেছে মিশর পুলিশ। তবে এটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এছাড়া চারজন করোনা রোগীর মৃত্যুর কারণে একজন নার্সকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। এর আগে মিশরের জেফতা জেনারেল হাসপাতালের আইসিইউতেও এই ধরণের ঘটনায় করোনা রোগীদের মৃত্যু হয়েছিল। এই ট্র্যাজেডিটি মিশরের ক্ষমতাসীন সরকারকে কেন্দ্র করে দুর্নীতি ও অবহেলার বিষয়টি তুলে ধরেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





