ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ৬ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৪২ পিএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬
বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস আতঙ্ক। সারা দুনিয়ায় ছড়িয়ে যাওয়া এই মহামারির বিরুদ্ধে এখন প্রাণপন লড়াই চলছে। বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়েই চলছে।নতুন খবর হচ্ছে,
করোনা মহামারির কারণে জানুয়ারির শেষের দিকে পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (০৫ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ফোনালাপের পরই ডাউনিং স্ট্রিট এ ঘোষণা দিয়েছে।
আরো পড়ুন> কুকুরের কানে ট্রাম্পের প্রতিচ্ছবি, তোলপাড় নেট দুনিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের।বরাবরই বিস্ফোরক মন্তব্যের কারণেই সবার আগ্রহের জায়গায় থাকেন বিশ্বের ক্ষমতাধর দেশের এই প্রেসিডেন্ট।
নতুন খবর হচ্ছে, পোষা কুকুরের কানের অভ্যন্তরের একটি অংশ মিলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখমণ্ডলের সঙ্গে! ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান রেডিটে ছবিটি পোস্ট করেছেন একজন ব্যবহারকারী।
এই ছবিটি দেখে একজন রেডিটে একজন মন্তব্যকারী লিখেছেন, এটি দেখে আমার আতঙ্কিত হওয়া উচিত – আতঙ্কিত হতে শুরু করেছি। আরেকজন ব্যবহারকারী কুকুরের কানের ভেতর ট্রাম্পের প্রতিচ্ছবি দেখা দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন টি আসলে আশ্চর্যজনক নয়, কুকুরের কানের অ্যান্টিহেলিক্যাল ভাঁজের কারণে এটিকে ট্রাম্পের মতো দেখাচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





