শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৩ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট:  ০৫:০৩ পিএম,  ৩ নভেম্বর,সোমবার,২০২৫
                                
                        
                    পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। আজ রোববার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী হন। নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত প্রার্থী ওমর আইয়ুব খানকে পরাজিত করেন। আগামীকাল সোমবার শাহবাজ শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) শাহবাজ শরিফ হলেন পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী। জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বলেন, শাহবাজ শরিফ আজকের ভোটাভুটিতে ২০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।
পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত ভোটাভুটিতে শাহবাজ শরিফের বড় ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ প্রথম ভোটটি প্রদান করেন। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ সরকার গঠন করার জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং আরো কয়েকটি দলের সাথে জোট গঠন করেন।
ফলাফল ঘোষণা করার পর স্পিকার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজকে প্রধানমন্ত্রীর আসনে বসা এবং আইন পরিষেদে ভাষণ দেয়ার আহ্বান জানান।


                                    
                                    
                                    
                                    
                                    


