avertisements 2

গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১২০০ শিশু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:০৯ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

গাজায় এখনও এক হাজার ২০০ শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এক হাজার ২০০ শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, ১৩৬ জন প্যারামেডিক নিহত হয়েছেন, ২৫টি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েল ১২৬টি হাসপাতাল এবং আরও ৫০টি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

একই দিন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ২২৭ এ পৌঁছেছে। হামলায় নিহতদের মধ্যে ৩ হাজার ৮২৬ শিশু এবং ২ হাজার ৪০৫ জন নারী রয়েছে। একই সময়ে ৩২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2