avertisements 2

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত বেড়ে ২২

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:০৬ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিইস্টনে এলোপাতাড়ি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। রয়টার্স এই খবর জানিয়েছে। এর আগে সিএনএন নিহতের সংখ্যা ১৬ এবং আহত ৫০ থেকে ৬০ জন বলে জানিয়েছিল।

বুধবার রাতে কয়েকটি স্থানেও ওই গুলিবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। হামলাকারী পলাতক রয়েছে বলে অ্যান্ড্রোস্কগিজন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে। শেরিফের অফিস থেকে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানানো হয়েছে।

এক ফেসবুক পোস্টে শেরিফের অফিস জানায়, হামলকারীর হাতে উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে। মেইন স্টেট পুলিশও বলেছে, এখনো হামলকারীকে আটক করতে না পারায় হামলার আশঙ্কা রয়ে গেছে। লিইস্টোনের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2