avertisements 2

জিম্মি ইসরায়েলি তরুণীর ভিডিও প্রকাশ করল হামাস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ অক্টোবর, বুধবার,২০২৩ | আপডেট: ০৫:২১ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

জিম্মি হওয়া ইসরায়েলি-ফরাসি নাগরিক মিয়া স্কিম, ছবি: সংগৃহীত

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতকামী সংগঠন হামাস ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায়। সেই সঙ্গে ইসরায়েলের সীমানা ভেঙ্গে দেশটিতে তাণ্ডব চালায় হাজারো যোদ্ধা। এছাড়া বিভিন্ন স্থান থেকে প্রায় ২০০ জনকে জিম্মি করে তারা। এতদিন জিম্মিদের বিষয়ে চুপ থাকলেও সোমবার (১৬ অক্টোবর) হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসাম ব্রিগেড এক নারীর ভিডিও প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

ভিডিওতে ২১ বছর বয়সী ওই তরুণী নিজেকে মিয়া স্কিম বলে পরিচয় দিয়েছেন। মাত্র এক মিনিটের ভিডিওটিতে দেখা গেছে মিয়ার ক্ষতস্থানে একজন ব্যান্ডেজ বাঁধছেন।

ওই তরুণী বলেন, তিনি গাজা সীমান্তের কাছে ইসরায়েলের একটি ছোট শহর সেডেরট থেকে এসেছেন। হামলার দিন, তিনি কিবুতজ রেইমের সুপারনোভা সুকোট মিউজিক ফেস্টিভ্যালে যোগদান করছিলেন যখন হামাস সমাবেশে আক্রমণ করেছিল।

ইসরায়েলি তরুণী বলেছেন, তার আঘাতের জন্য তিন ঘণ্টার অস্ত্রোপচার করা হয়েছে। ভিডিও মারফত মিয়া আবেদন জানান, তারা আমার যত্ন নিচ্ছে, তারা আমার চিকিৎসা করছে, তারা আমাকে ওষুধ দিচ্ছে।

তিনি বলেন, সবকিছু ঠিক আছে। কিন্তু আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে, আমার পরিবারের কাছে, আমার বাবা-মায়ের কাছে, আমার ভাইবোনদের কাছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের করুন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে মিয়াকে গত সপ্তাহে অপহরণ করা হয়েছিল এবং কর্মকর্তারা মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেছেন।

টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ার পরিবার মেয়েকে নিরাপদ দেখে খুশি হয়েছে। মিয়া একজন ইসরায়েলি-ফরাসি নাগরিক। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2