‘নিঃশব্দে মারা যাচ্ছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৩১ এএম, ১৮ মে,রবিবার,২০২৫

‘এই মুহূর্তে বেঁচে আছি। কিন্তু কতক্ষণ বেঁচে থাকব জানি না।’ গাজার বাসিন্দারা কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে তা এই কথায় স্পষ্ট ফুটে উঠেছে। আল-জাজিরাকে গাজার বাসিন্দা আফনান এলমাসরি অডিও বার্তায় আকুতি জানিয়েছেন, যেন বিশ্ববাসী গাজাকে বাঁচাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেয়।
অসহায় এই বাসিন্দা বলেন, ‘এই মুহূর্তে বেঁচে আছি। কিন্তু কতক্ষণ বেঁচে থাকব জানি না। হয়ত কয়েক মুহূর্ত পরে মারা যাবো।’ তিনি বলেন, ‘আমরা এখানে নিঃশব্দে মারা যাচ্ছি। কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’
আফনান এলমাসরি বলেন, ‘গাজায় ইসরাইলের রকেট আর মিসাইলের চেয়ে বিকট কোনো শব্দ নেই। মৃত্যুর চেয়ে প্রবল কোনো শব্দ নেই!’ ‘আমার প্রশ্ন, গাজার গণহত্যা কি বিশ্বকে নাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট নয়?’
তিনি বিশ্ববাসীকে অনুরোধ করেন, ‘যারা আমার কণ্ঠ শুনেছেন তাদের সবাইকে বলছি, দয়া করে গাজাকে বাঁচাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।’