গাজায় ইসরাইলি পাল্টা হামলায় নিহত ১৯৮, আহত ১৬ শতাধিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০১:৪৯ পিএম, ২৬ এপ্রিল,শনিবার,২০২৫

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হঠাৎ হামলার পর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইলও। এ হামলায় এখন পর্যন্ত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৬ শতাধিক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, আকাশ থেকে বোমা হামলা বাড়িয়েছে ইসরাইল। আবাসিক ভবনগুলোকে লক্ষ করে হামলা করা হচ্ছে। তিনি জানান, ১৭ বছর ধরে অবরুদ্ধ গাজার অধিবাসীরা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না। পরিস্থিতি এত জটিল যে, মাথা গোঁজার কোনো স্থান নেই।
এদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সকে লক্ষ করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অনেক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।
ফিলিস্তিনি এ বার্তা সংস্থাটির একজন প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স স্টেশনে সরাসরি আক্রমণ চালিয়েছে ইসরাইলি বোমারু বিমান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
