এক বন্ধুকে বাঁচাতে গিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ১১:০১ পিএম, ৩ মে,শনিবার,২০২৫

ভারতের উত্তর প্রদেশের প্রয়োগরাজে পানিতে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরও চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শুক্রবার বিকালে ওই সাত বন্ধু মিলে গঙ্গার স্থানীয় মেহদাউরি কাচার ঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় হিমানসুকে হঠাৎ পানিতে তলিয়ে যেতে দেখে অন্য বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়।
মৃতরা হলো- সানি (১৬), প্রিয়ানসু (১৫), আকাশ (১৬), হিমানসু (১৬) এবং মুলায়াম (১৬)। এছাড়া আরো দু’জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা হলো- সোনু (১৫) এবং আরিয়ান (১৬)।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসিপি (সিভিল লাইন) স্বেতাভ পান্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সাতজন কিশোরের মধ্যে দুই কিশোরকে জীবিত উদ্ধার করতে পেরেছেন স্থানীয়রা।
তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
