avertisements 2

প্রেসিডেন্ট হয়েই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ঘোষণা চীনপন্থী মুইজ্জুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ অক্টোবর, বুধবার,২০২৩ | আপডেট: ১০:০৭ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জু। বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের এই প্রার্থী চীনপন্থী। তাই তিনি ক্ষমতায় বসলে ভারতকে নিশানা করতে পারতেন এই আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। জেতার পরই মুইজ্জু সাফ জানালেন, দেশের মাটি থেকে বিদেশি সেনাদের সরাবেন। তিনি কারও নাম না করলেও তিনি যে নয়াদিল্লির উদ্দেশেই একথা বলছেন তা স্পষ্ট।

মুইজ্জুকে বলতে শোনা গিয়েছে, ‘আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেয়া হবে। এবং নিশ্চিত ভাবেই এটা করা হবে।’ সেই সঙ্গেই নাম না করে ভারতের প্রতি তার হুঁশিয়ারি, ‘সামরিক বাহিনীগুলো চায় না তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’

 উল্লেখ্য, প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে জাহাজ চলাচলের ক্ষেত্রে মালদ্বীপের অবস্থান কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রভাব বজায় রাখতে বদ্ধপরিকর নয়াদিল্লি। একই ভাবে চীনও চায় এই দ্বীপপুঞ্জে নিজেদের প্রভাব বাড়াতে। এই পরিস্থিতিতে ভারতপন্থী মোহাম্মদ সলির পরাজয় ও চীনপন্থী মুইজ্জুর জয়ের পর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত।

 ইতিমধ্যেই মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন মোহাম্মদ মুইজ্জাকে। মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক সহযোগিতা বৃদ্ধিতে ভারত এখনও প্রতিশ্রুতিবদ্ধ।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2