avertisements 2

রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:৩৪ এএম, ১১ মে,শনিবার,২০২৪

Text

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে তাকে বহনকারী একটি প্রাইভেট উড়োজাহাজ রাশিয়ায় বিধ্বস্ত হয়। ইয়েভগেনি প্রিগোজিনসহ সেখানে থাকা ১০ জন আরোহীই মারা গেছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সারাবিশ্বের নজরে এসেছিলেন ইয়েভগেনি প্রিগোজিন। গত জুনে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে ব্যর্থতার পর প্রিগোজিনের ভবিষ্যৎ সংকটে পড়ে যায়।

এর ঠিক দুই মাস পর বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন ওয়াগনার প্রধান। এই মৃত্যু নিয়ে রাশিয়ার ভেতরে-বাইরে ধোঁয়াশা রয়েছে। একটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, তাকে বহনকারী উড়োজাহাজে রুশ  প্রতিরক্ষা বাহিনী গুলি চালিয়েছিল।

এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও রাশিয়ার ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত বিমানের যাত্রী তালিকায় ইয়েভগেনি প্রিগোজিনের নাম ছিল।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোশিনসহ ওই উড়োজাহাজে ১০ আরোহী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2