স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:০৭ পিএম, ৭ নভেম্বর,শুক্রবার,২০২৫
সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে রয়েছে অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশী। নিখোঁজদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে স্পেন। এ তথ্য জানিয়েছে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা পর্যবেক্ষণকারী সংস্থা ওয়াকিং বর্ডারস।
সংস্থাটির কর্মকর্তা হেলেনা মালেনো জানান, ১৫ দিন আগে ২টি নৌকা সেনেগাল থেকে রওনা হওয়ার পর সাগরে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে একটি নৌকায় ৬৫ জন এবং অপরটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। এছাড়া গত ২৭ জুন তৃতীয় আরেকটি নৌকা প্রায় ২০০ যাত্রী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরুর পর নিখোঁজ হয়।
তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণের কাফুন্টাইন থেকে যাত্রা শুরু করেছিল বলেও জানান হেলেনা। যা ক্যানারির টেনেরিফ দ্বীপ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। মালেনো জানান, নৌকায় করে স্পেনের উদ্দেশ্য রওনা দেওয়ার পর থেকে আরোহীদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি তাদের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান: রাজনাথ সিং
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০





