পাবজি খেলতে গিয়ে প্রেম! ৪ সন্তান নিয়ে পাকিস্তান থেকে ভারতে হাজির প্রেমিকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:৪৭ পিএম, ৩ মে,শনিবার,২০২৫

মোবাইলের গেমিং অ্যাপ পাবজি খেলতে গিয়ে দুজনের মধ্যে আলাপচারিতা। তবে সীমা তত দিনে ছিলেন পাকিস্তানে, আর ভারতের নয়ডায় থাকতেন শচিন। আলাপ গড়ায় প্রেমের দিকে। এরপর ওই প্রেম ধীরে ধীরে আরো গভীর হয়। শেষমেশ পাকিস্তানে না থাকতে পেরে ভারতের পথে এগোতে থাকেন সীমা।
এই পর্যন্ত ঘটনা পুলিশ আপাতভাবে জানতে পেরেছে। জানা যাচ্ছে, পাকিস্তান থেকে ৪ সন্তানকে সাথে নিয়ে সীমা ভারতে আসেন। তবে যে পন্থা অবলম্বন করে তিনি ভারতে আসেন, তা সঠিক নয়। সীমা নেপালের পথ ধরে ভারতে চলে আসেন। তাকে ও তার চার সন্তানকে নিয়ে সীমা নয়ডায় সচিনের সাথে ঘর বাঁধেন। বিয়ে না হলেও, তারা একই সাথে থাকতে শুরু করে দেন। গ্রেটার নয়ডার রাবুপাড়ায় তারা একই ছাদের তলায় সংসার শুরু করেন।
তবে একপর্যায়ে সীমার আসল পরিচয়ের খবর যায় পুলিশের কাছে। স্থানীয় পুলিশ খবর পায় যে এক পাকিস্তানি মহিলা এলাকায় বসবাস করছেন, তখনই শুরু হয়ে যায় খোঁজখবর। এদিকে, সচিনের কানে যায় যে পুলিশের কাছে খবর এসে গিয়েছে যে পাকিস্তান থেকে অবৈধভাবে সীমা এসে সচিনের সাথে বসবার করছেন। এরপরই সচিন সীমার চার সন্তান ও সীমাকে নিয়ে পালিয়ে যান।
পিছু ছাড়েনি পুলিশও। ধাওয়া করা হয় সচিন ও সীমার। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েন তারা। যে বাড়িতে সচিন ও সীমা বসবাস করতেন, সে বাড়ির বাড়িওয়ালা বলছেন, তারা ঘুর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে এমন কিছু ঘটছে। সীমাকে সাধারণ ভারতীয় মহিলার মতোই তাদের মনে হয়েছে। তিনি যে পাকিস্তানি বোঝেননি আশপাশের অনেকেই। এদিকে, পুলিশের জালে আপাতত সচিন ও সীমা। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
