মৃত মাছে ছেয়ে গেছে থাইল্যান্ডের সৈকত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:২৭ পিএম, ৭ নভেম্বর,শুক্রবার,২০২৫
এর আগে এত মৃত মাছ দেখেনি থাইল্যান্ডের সৈকতের মানুষ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জলবায়ু পরিবর্তনই এ ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিএনএন জানায়, কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা; যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এর অভাবে মাছ মারা যেতে থাকে। কোরাল ক্ষয় থেকে শুরু করে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো বেশ কিছু প্রাকৃতিক ঘটনা হাজার হাজার বছর থেকে লক্ষ বছরে প্রকৃতিগত-ভাবেই ঘটে থাকে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্ল্যাঙ্কটন ব্লুম বছরে দুই একবার ঘটে এবং সাধারণত দুই-তিনদিন থাকে। এ বিষয়টি আরও বিচার-বিশ্লেষণ করে দেখার জন্য কর্মকর্তারা সাগরের পানি সংগ্রহ করেছেন।
এবছর বিশ্বজুড়েই সাগরের পানির তাপমাত্রা নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রিটিশ আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রা এপ্রিল এবং মে মাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এল নিনো ও মনুষ্য-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান: রাজনাথ সিং
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০





