avertisements 2

পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫, আহত ১৪৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ১১:৩৯ এএম, ৮ মে, বুধবার,২০২৪

Text

পাকিস্তানে ভারী বৃষ্টিতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৪৫ জন। ঘর-বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।  স্থানীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে, প্রবল বর্ষণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে বলে দেশটির সিনিয়র উদ্ধার কর্মকর্তা খাতের আহমেদ জানিয়েছেন।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃষ্টিতে ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিহত পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টার ভেতর ত্রাণ প্রদানের রিপোর্ট প্রদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2