রাশিয়ায় করোনায় আরও ৩৬ মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ এপ্রিল,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৩১ এএম, ৩০ এপ্রিল,
বুধবার,২০২৫

একদিনের ব্যবধানে রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। রোববার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৮ জনের দেহে মিলেছে করোনাভাইরাসের সংক্রমণ। এর আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯১৫ জনের দেহে ধরা পড়েছিল সংক্রমণ।
সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩৭ জনের। রাশিয়ার অ্যান্টি-করোনাভাইরাস ক্রাইসিস সেন্টারের বরাত দিয়ে রোববার দেশটির বার্তা সংস্থা তাসের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৬০২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেশটির ৬৩টি অঞ্চলে কমেছে, তবে ১৩ অঞ্চলে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একদিন আগে ১ হাজার ২২১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
সর্বশেষ সংক্রমিত ৮ হাজার ৮ জনকে নিয়ে করোনা মহামারিতে এখন পর্যন্ত রাশিয়ায় এই ভাইরাসে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৮৮ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৭০ জনের।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
