বিধানসভায় বসেই পর্ন দেখছেন, ত্রিপুরায় বিজেপি বিধায়কের কাণ্ডে তোলপাড়!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মার্চ,শুক্রবার,২০২৩ | আপডেট: ০১:৫০ পিএম, ৪ মে,রবিবার,২০২৫

পর্ন ছবি দেখছেন এক বিধায়ক। তাও আবার বিধানসভায় অধিবেশন চলাকালীন। এমন ঘটনায় শোরগোল পড়ি গিয়েছে ত্রিপুরায়। সে রাজ্যের বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে বিধানসভায় বসেই পর্ন ছবি দেখার অভিযোগ উঠেছে। এমনকী ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় মুখ পুড়েছে ত্রিপুরা বিজেপির। জবাব দিতে জেরবার গেরুয়া নেতারা।
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনার সময় পুরোদমে ব্যস্ত ছিল ত্রিপুরা বিধানসভা। অর্থনীতি, শিক্ষা, আইশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছিল। তখনই এক ক্যামেরায় ধরা পড়ে যান বিজেপি বাগসারার বিধায়ক যাদবলাল নাথ। দেখা যায় নিজের মোবাইল ফোনে পর্ন ছবি দেখায় মগ্ন যাদবলাল। উল্লেখ্য, মঙ্গলবারই ত্রিপুরা বিধানসভার অধিবেশন শেষ হয়েছে। আর বুধবার থেকে বিধায়কের পর্ন কেলেঙ্কারি ঘুরছে গোটা রাজ্যবাসীর মোবাইলে মোবাইলে। মনে করা হচ্ছে, যাদবলালের সতীর্থ বিধায়কই ভিডিও রেকর্ড করে এবং তা ভাইরাল করে দেয়।
যাকে নিয়ে এত বড় অভিযোগ তিনি কী বলছেন? বাগসারার বিধায়ক যাদবলাল কার্যত দোষ স্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি ফেসবুকে রিল দেখছিলেন। সেই সময় কীভাবে যেন ওই ভিডিও (পর্ন ছবি) চলতে শুরু করে। তাকে প্রশ্ন করা হয় বিধানসভায় গুরুত্বপূর্ণ বিষয়ে অধিবেশন চলাকালীন মোবাইল ঘাঁটা যায়? বিজেপি বিধায়কের উত্তর, ‘আর দেখব না’।
এদিকে এতকিছুর পরেও মুখ বন্ধ রেখেছে গেরুয়া শিবির। অন্যদিকে অভিযুক্ত বিধায়ক প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও রকম মন্তব্য করেননি স্পিকার বিশ্ববন্ধু সেনও। তবে আমজনতা ঘটনার নিন্দায় সরব হয়েছে। উল্লেখ্য, একসময় সিপিএম করতেন যাদবলাল নাথ। ২০১৮ সালে বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবিরের হয়ে ভোটে জিতে বিধায়ক হন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
