এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১১:০৩ পিএম, ৪ মে,রবিবার,২০২৫

ইন্দোনেশিয়ার একদম পূর্বাঞ্চলের প্রদেশ পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত চারজন নিহতের তথ্য জানা গেছে। খবর: রয়টার্স’র। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানায়, পাপুয়া প্রদেশের রাজধানী জয়পুরা থেকে কিলোমিটার খানেক দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। দুই অথবা তিন সেকেন্ডের ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
একটি রেস্তোরাঁয় থাকা চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জয়পুরার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আসেপ খালিদ। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) রিখটার স্কেলে অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলেছে।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ওই এলাকায় এক হাজারের বেশিবার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানায় বিএমকেজি। সংস্থাটির প্রধান দ্বিকরিতা করনওয়াতি বলেন, জয়পুরায় গত ২ জানুয়ারি থেকে এক হাজার ৭৯ বার ভূকম্পনের ঘটনা ঘটে। এর মধ্যে ১৩২ বারেরটা টের পেয়েছেন স্থানীয়রা।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
