avertisements 2

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মিলিয়ন ডলারের মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৪৩ পিএম, ১৭ মে,শুক্রবার,২০২৪

Text

সিঙ্গাপুরে এক নারীর বিরুদ্ধে তিন মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেছেন কে কাশিগান নামে এক ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩১ কোটি টাকা। অভিযোগ, তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে নোরা ট্যান নামের ওই নারী কাশিগানকে ‘অবসাদের’ দিকে ঠেলে দিয়েছেন। সেই সঙ্গে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে তার ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হয়েছে। ১৮ মাস ধরে এই টানাপোড়েনের সম্পর্ক নিয়ে আইনি লড়াই চলছে। খবর দ্যা স্ট্রেইট টাইমসের।

জানা গেছে, কাশিগান ১৮ মাস আগে নোরাকে হুমকি দেন, নোরা যদি তার সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত না হন তাহলে তিনি মামলা করবেন। গত বছর মে মাসে কাশিগানকে ছেড়ে চলে যান নোরা। এরপর তিন মিলিয়ন মার্কিন ডলারের মামলা ছাড়াও ২২ হাজার মার্কিন ডলারের আরো একটি মামলা করেছেন কাশিগান। সেখানে তার অভিযোগ, তাদের সম্পর্ক উন্নত করার যে চুক্তি ছিল তা ভেঙে চলে গেছেন নোরা। এই অভিযোগে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন তিনি।

আদালতে কাশিগান অভিযোগ করেছেন, নোরার কিছু মন্তব্য ও অবহেলা তাকে ‘ব্যবসায়িক অংশীদারিতে এবং আয়ে ক্ষতি করেছে।’ এ ছাড়া নোরার নেতিবাচক ব্যবহারের জন্য কাশিগানকে অনেকদিন পুনর্বাসনে থাকতে বলা হয়েছে। তার দাবি, নোরার চলে যাওয়ার ‘কষ্ট ভুলতে তাকে থেরাপি নিতে হয়েছে।’

এরই মাঝে নোরার বিরুদ্ধে আনা ২২ হাজার মার্কিন ডলারের মামলা খারিজ করে দেন আদালত। সেই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়েছে। মামলাটি নোরার সমর্থনে গেছে। আদালত জানিয়েছেন, আইনি পথে গিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসা সঙ্গীকে জোর করে সম্পর্কে বাধ্য করা সমর্থনযোগ্য নয়। তবে কাশিগানের বাকি মামলায় আদালত কী রায় দেন তার জন্য অপেক্ষা করতে হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2