মৃত্যুর পর হলো বিয়ে, অতঃপর...
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:৪৪ পিএম, ৩ মে,শনিবার,২০২৫

বিয়ে হলো, কিন্তু প্রেমিক ও প্রেমিকা মারা যাওয়ার পরে। অদ্ভুত লাগছে শুনতে? অদ্ভুত লাগলেও ঘটনা এটাই ঘটেছে। পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এই জুটি। তাই আত্মহনন করেন গুজরাটের তাপির বাসিন্দা গণেশ এবং রঞ্জনা। একই দড়িতে ঝুলে দুইজন আত্নহত্যা করেন।
ওইদিন দুই পরিবারই এই করুণ দৃশ্যের স্বাক্ষী হয়েছিল। এরপরেই তাদের পরিবারের মনে হয়, বিয়ে মেনে নিলে হয়ত আজ তারা বেঁচে থাকতেন। তাদের পরিবার অনুশোচনায় ভুগতে থাকে। এরপরেই তারা সিন্ধান্ত নেন তাদের বিয়ে দেওয়ার। তবে জীবন্ত দুটি মানুষের মধ্যে নয়, দুটি মুর্তির মধ্যে।
গণেশ এবং রঞ্জনার মূর্তি তৈরি করা হয়। এরপর সকল রীতি মেনে দেওয়া হয় বিয়ে। যে পরিবারের মানুষজন একদিন তাদের বিয়েতে আপত্তি জানিয়েছিল, সেই মানুষগুলোই গণেশ এবং রঞ্জনার মৃত্যুর ৬ মাস পরে ঘটা করে বিয়ের আয়োজন করল।
রঞ্জনার দাদা ভীমসিংহ পাদভী বলেন, ‘দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে প্রেম করেছিল নাতনি। তাই আমরা এই বিয়েতে রাজি ছিলাম না। কিন্তু বেঁচে থাকতে ওদের চার হাত এক করে দিতে পারলাম না, তাই এই ভাবেই ওদের শেষ ইচ্ছেকে পরিণতি দিলাম। পরপারে যেন শান্তিতে একসঙ্গে থাকতে পারে ওদের বিদেহী আত্মা।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ট্রাম্পের প্রভাব পেরিয়ে ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

তীব্র উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন শনিবার, কে বসছেন ক্ষমতার মসনদে

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস, নেপথ্যে ভারতীয় গোয়েন্দা ‘র’!
