avertisements 2

এসআই স্ত্রীকে নির্যাতনের দায়ে পুলিশ পরিদর্শক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৫০ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্য ও অসদাচরণের দায়ে পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর এডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন সাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালে তিনি রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হবেন এবং বিধিমোতাবেক সুবিধাদি পাবেন। পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইতে ( ব্যুরো অব পুলিশ ইনভেস্টিগেশন) কর্মরত ছিলেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক  কামরুজ্জামানের বিরুদ্ধে গত শুক্রবার রাতে তার স্ত্রী যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই শাহজাদী আক্তারকে মারধরের অভিযোগ ওঠে। আহত শাহজাদী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ মহলে পৌঁছায়। এরপর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যৌতুকের দাবিতে স্বামী ইন্সপেক্টর কামরুজ্জামান তাকে শারীরিক নির্যাতন করেন বলে শাহাজাদী আক্তার (৩৫) অভিযোগ করেছেন। এসআই শাহজাদী আক্তারের সাথে ২০০০ সালে কামরুজ্জামানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে আছে।

যোগাযোগ করা হলে পুলিশ ইন্সপেক্টর কামরুজ্জামান তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিঠি হাতে পাননি বলে জানান। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিতেই পারেন বলে তিনি মন্তব্য করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2