চিত্রনায়িকা শাহনূরের খালাতো ভাই খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৬ পিএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাহনূরের খালাতো ভাইকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- সৈয়দ আলিফ রোহান। আজ (৩১ মার্চ) দুপুরে খুলনায় নিহত হন তিনি। আলিফ খুলনা ফুলতলার এমএম কলেজের অনার্সের ছাত্র ছিলেন।
নিহত শিক্ষার্থীর বাবা পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহের বলেন, ‘হত্যাকান্ডের তিন-চার দিন আগে রহমানিয়া প্লিমেন্টারি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় উঠতি বখাটেরা মোটরসাইকেলে এসে মেয়েদের ছবি তোলাসহ দৃষ্টিকটু আচরণ করছিল। আলিফসহ গ্রামের লোকজন তাদের বাধা দেয়। এ ঘটনার প্রতিশোধ নিতে কিশোর গ্যাং শান্ত-হাসনাত-তাছিন গ্রুপ আলিফকে হত্যা করে।’ তিনি এ হত্যার বিচার দাবি করেন। পুলিশ জানায়, হত্যা মামলায় শান্ত, হাসনাত, তাছিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে হত্যার প্রতিবাদ, আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে আজ (রবিবার) এম এম কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হবে। এতে নিহতের শিক্ষক-সহপাঠী, পরিবারে সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া নিহতের খালাতো বোন চিত্রনায়িকা শাহনূর ফুলতলা থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ভাই হত্যার বিচার চেয়েছেন। তিনিও মানববন্ধনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার

শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেয়ার ঘটনা তদন্ত লিগ্যাল নোটিশ

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সাজার রায় শুনে কাঁদলেন পাপিয়া, পাশে দাঁড়ালেন স্বামী সুমন
