avertisements 2

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না খুনের আসামীর 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৬ এএম, ২৪ মে,শনিবার,২০২৫

Text

ছবি- সংগৃহীত 

২০ বছর আগে খুন করে পালিয়ে যান কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে হাবিবুর রহমান (৪৫)। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। 

অবশেষে ২০ বছর পলাতক থাকার পর মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।  রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, ২০০২ সালের একটি খুনের মামলায় ২০০৬ সালে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু সে পলাতক ছিল। পরে তিন মাস আগে বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে খবর পাই সে একটি হোটেলে আছে। পরে মঙ্গলবার বিকেল ৪টায় তাকে গ্রেফতার করি। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে কারাগারে পাঠানো হবে। 
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গ্রেফতার করা হাবিবুর রহমান ২০০২ সালে নিজ এলাকার শ্রমিক স্বপনকে খুন করে ফেরার হয়। গত তিন মাস আগে হোমনা থানা পুলিশকে নির্দেশনা দেই সোর্স নিয়োগ করার। তিন মাসের প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2